আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স


আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

শেষ মুহূর্তে পরিবর্তন এলো বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার পরিকল্পনায়। লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের অনুমতি পাওয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সই এখন আর আসছে না। ফলে আজ লন্ডনে নেওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে তাদের পূর্বের স্লট অনুমোদন বাতিলের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

এর আগে, গত রোববার জমা দেওয়া প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটির জন্য মঙ্গলবার সকাল ৮টাতে অবতরণ এবং রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।

উড়োজাহাজটি কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় ভাড়া নেওয়া হয় এফএআই এভিয়েশন গ্রুপ থেকে। এটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট—যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে বহুল ব্যবহৃত এবং ঢাকা–লন্ডন যাত্রার জন্যও উপযোগী।

উল্লেখ্য, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তার সার্বিক চিকিৎসা তত্ত্বাবধান করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×