নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত


নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

জামায়াতে ইসলামী নির্বাচনের তফসিল পেছানোর কোনো শঙ্কা দেখছে না, এমন মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, “ভোট কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ইসিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। এজন্য প্রয়োজন হলে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে।”

বৈঠকটি অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১১টায় নির্বাচন ভবনে, যেখানে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল সিইসিসহ কমিশনারদের সঙ্গে অংশ নেন। এর আগে গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরাও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছিলেন।

এদিন সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

অপরদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত ব্যক্তি বা দলের জন্য নয়, জনগণের রাজনীতি করে। আমরা ধর্ম নিয়ে কাজ করি, তবে কখনো ধর্মকে ব্যবহার করি না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×