একদিনের ব্যবধানে সোনার দাম বাড়ল দ্বিগুণ


একদিনের ব্যবধানে সোনার দাম বাড়ল দ্বিগুণ

বাংলাদেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

বুধবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়েছিল সোনার দাম। তবে একদিনের ব্যবধানে তা প্রায় দ্বিগুণ অর্থাৎ দুই হাজার ৬১২ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয় কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৭ হাজার ৯৬৩ টাকা। এই হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা।

২১ ক্যারেট মানের সোনার দাম প্রতি গ্রাম ১৭ হাজার ১৪৭ টাকা। অর্থাৎ প্রতি ভরি সোনার দাম পড়বে ২ লাখ টাকা। ১৮ ক্যারেট মানের সোনা প্রতি গ্রাম ১৪ হাজার ৬৯৭ টাকা হিসেবে ভরি পড়বে ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি গ্রাম ১২ হাজার ২২৫ টাকা হিসেবে প্রতি ভরি পড়বে ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

সোনার পাশাপাশি রূপার দামও নির্ধারণ করে দিয়েছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেট রূপার দাম প্রতি গ্রাম ৩৬৪ টাকা হিসেবে প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেট রূপা প্রতি গ্রাম ৩৪৭ টাকা হিসেবে প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেট রূপা প্রতি গ্রাম ২৯৮ টাকা হিসেবে ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম প্রতি গ্রাম ২২৩ টাকা হিসেবে প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, সোনা ও রূপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যোগ করতে হবে। এর বাইরে বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বা মেকিং চার্জ যুক্ত হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে এই মজুরির তারতম্য হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×