ডেঙ্গুতে ঝরল আরও ৪ প্রাণ, মৃত্যু বেড়ে ৩৫৩
- স্বাস্থ্য
- প্রকাশঃ ০৫:৪৯ পিএম, ২০ নভেম্বর ২০২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন করে চট্টগ্রাম ও ময়মনসিংহের বাসিন্দা রয়েছেন। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪৫ জন। ফলে চলতি বছরে মোট ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৪৫৭ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের এলাকায়। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২৭ জন ও বরিশালে বিভিন্ন এলাকায় ১২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, খুলনায় ৩২ জন, ময়মনসিংহে ৫৩ জন, রাজশাহীতে ৪৮ জন এবং সিলেটে একজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৮ হাজার ৪৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৩০ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে সর্বাধিক ১৯ হাজার ৯২৬ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে।
এ বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে সর্বাধিক ১৬৪ জন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া বরিশাল বিভাগে ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১১ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৭ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
পূর্ববর্তী বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।
২০১৯ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যুর আনুমানিক সংখ্যা ছিল ৩০০ জনের মতো। ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর প্রভাব তুলনামূলক কম ছিল।