মুম্বাই হামলা: তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র


মুম্বাই হামলা: তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিল যুক্তরাষ্ট্র
তাহাউর রানা

মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সন্দেভাজন তাহাউর রানাকে ভারতের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানে জন্ম নেয়া শিকাগোর এই ব্যবসায়ী বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিল্লিতে নামে। সংবাদ বিবিসির। 
 
ভারতে  নামার পর তাহাউর রানাকে সরাসরি বিশেষ আদালতে তোলা হয়। আদালত তাকে ১৮ দিন এনআইএ হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। শুক্রবার (১১ এপ্রিল) থেকে রানার লাগাতার জেরা শুরু হয়েছে বলে জানা গেছে।
 
শিকাগোতে ব্যবসায় করলেও তাহাউর রানা ছিলেন কানাডার নাগরিক। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত মুম্বাই হামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছিলেন। কিন্তু হামলার সঙ্গে জড়িত একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা দেয়ার দায়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। ২০০৮ সালে মুম্বাইয়ের ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন।
 
তাহাউর রানাকে ২০১৩ সালে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ওই আদালত। কিন্তু স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০২০ সালে ৬৪ বছর বয়সি রানাকে মুক্তি দেয়া হয়। তখন ভারত তাকে প্রত্যর্পণের অনুরোধ জানালে ওই বছরের শেষের দিকে তাকে আবার গ্রেফতার করা হয়েছিল।
 
যুক্তরাষ্ট্রের একটি আদালত ২০২৩ সালে তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের চূড়ান্ত অনুমোদনের আগপর্যন্ত তিনি নিরাপত্তা হেফাজতে ছিলেন।
 
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটনে বৈঠক করেন। এই বৈঠকের পর তাহাউর রানার প্রত্যর্পণ মঞ্জুর করেন ট্রাম্প।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাহাউর রানা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। আদালত তার আবেদন নাকচ করে দেন। ১৯৯৭ সালে হওয়া ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে প্রত্যর্পণ করা হয়েছে।
 
তাহাউর রানা বেড়ে উঠেছেন পাকিস্তানে। পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগদানের আগে তিনি চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। তার স্ত্রীও একজন চিকিৎসক। তারা উভয়ে ২০০১ সালে কানাডার নাগরিকত্ব লাভ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×