পশ্চিম তীরে ইসরায়েলের বাহিনীর গাড়িতে বিস্ফোরক-হামলা


পশ্চিম তীরে ইসরায়েলের বাহিনীর গাড়িতে বিস্ফোরক-হামলা

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বাহিনীর সামরিক বাহনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে হামলা করার দাবি করেছে স্থানীয় জেনিন ব্রিগেড।

আলজাজিরার শুক্রবারের (১১ এপ্রিল) প্রতিবেদনে বলা হয়, জেনিন ব্রিগেড ইসরায়েলি সামরিক যানবাহনে ‘অত্যন্ত বিস্ফোরক’ আইইডি হামলার দাবি করেছে।

আল জাজিরা আরবির সংবাদদাতারা জানান, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী জেনিন ব্রিগেড। তারা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করছে। এই দলটি এক বিবৃতিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার দায় স্বীকার করেছে।

বিবৃতিতে তারা বলেছে, একটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল। জেনিনের সিলাত আল-হারিথিয়া শহরের প্রবেশপথে ইসরায়েলি যানবাহন পৌঁছালে তাতে বিস্ফোরণ ঘটানো হয়।

জেনিন ব্রিগেড এই হামলার দায় স্বীকার করেছে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়নও নাবলুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে যুদ্ধের খবর দিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×