ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সদর দপ্তরে হামলা


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সদর দপ্তরে হামলা
ছবিঃ বিবিসি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর প্রধান সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলার ফলে দেশটির সরকারি সম্প্রচার কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা সংঘটিত হয়। হামলার আগেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমগুলো “খুব শিগগিরই অদৃশ্য হয়ে যাবে।”

বিশ্লেষকদের মতে, এই হামলা কেবল সামরিক নয়, তথ্যযুদ্ধেও ইসরায়েলের সক্রিয় অবস্থান তুলে ধরছে। ইরানের ভেতর থেকে জনমত এবং সংবাদ প্রবাহকে ব্যাহত করতেই এই কৌশল গ্রহণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ বিবিসি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×