মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করছে মার্কিন বিমানবাহী রণতরী


মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করছে মার্কিন বিমানবাহী রণতরী

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ, যা এই অঞ্চলে পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১৬ জুন) সকালে ইউএসএস নিমিৎজ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করে। রণতরীটির চলতি সপ্তাহের শেষ দিকে ভিয়েতনামের দানাং বন্দর পরিদর্শনের কথা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভিয়েতনামী দুই সূত্র জানিয়েছে, আগামী ১৯-২৩ জুন ভিয়েতনামের দানাং বন্দরে প্রত্যাশিত সফরের অংশ হিসেবে ২০ জুন ইউএসএস নিমিৎজে অভ্যর্থনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

একটি সূত্র হ্যানয়ের মার্কিন দূতাবাসের একটি চিঠির কথা উল্লেখ করেছেন, যেখানে বলা হয়, ‘একটি জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তার’ কারণে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্যমার্কিন দূতাবাস রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের ওয়েবসাইটে বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে নিমিৎজ গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযান পরিচালনা করে।

এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে মার্কিন রণতরী গতিপথ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টারের একজন বিশিষ্ট ফেলো বারবারা স্লাভিন বলেন, ‘উদ্বেগের বিষয় হলো এই যুদ্ধ অব্যাহত থাকবে এবং আরও বিস্তৃত হবে, ইরান এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তাই ইরানকে পরাস্ত করার জন্য বিমানবাহী রণতরী এবং অন্যান্য সামরিক গতিবিধির দিকে নজর থাকবে। আমার মনে হয় না ইরানিরা যুক্তরাষ্ট্রকে এমন একটি সংঘাতে জড়িয়ে ফেলতে আগ্রহী, যা ইতিমধ্যেই তাদের জন্য বেশ ধ্বংসাত্মক।’

সূত্র: রয়টার্স, আলজাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×