আয়াতুল্লাহ খামেনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো, ইসরায়েলের হুমকি


আয়াতুল্লাহ খামেনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো, ইসরায়েলের হুমকি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরিণতি ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে। যিনি ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত হন ও পরবর্তীতে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।”

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় গণমাধ্যমকে কাটজ বলেন- “আমি ইরানি স্বৈরাচারীকে সতর্ক করছি— ইসরায়েলি বেসামরিক জনগণের ওপর ক্ষেপণাস্ত্র হামলা এবং যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার পরিণাম ভালো হবে না।”

আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে ইসরায়েলের ওই প্রতিরক্ষামন্ত্রী বলেন, “খামেনির মনে রাখা উচিত— ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নেওয়া ইরানের প্রতিবেশী এক দেশের স্বৈরশাসকের পরিণতি কী হয়েছিল।”

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “আজও আমরা তেহরানে শাসকগোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাব।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×