মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে ইমরান খানের পিটিআইয়ের বিক্ষোভ স্থগিত


মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে ইমরান খানের পিটিআইয়ের বিক্ষোভ স্থগিত

পাকিস্তানের সাবেক প্রধান্মন্ত্রী ইমরান খানের নেতৃত্বে দেশব্যাপী যে বিক্ষোভ কর্মসূচি চলছিল তা দুই সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পাকিস্থানভিত্তিক গণমাধ্যম দ্যা ডন। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা।

মঙ্গলবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার দুই বোন নুরীন নিয়াজি ও উজমা এ তথ্য জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপে নুরীন নিয়াজি বলেন, "আমার ভাই আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে অবগত। তিনি মনে করেন, এই সময় পাকিস্তানের জাতীয় ঐক্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।"

উজমা জানান, "ইসরায়েলের বিরুদ্ধে ইমরান খানের অবস্থান বিশ্বজুড়ে পরিচিত।"

এর আগে ইমরান খান ঈদুল আজহার পর বিক্ষোভের প্রস্তুতির আহ্বান জানিয়েছিলেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআইয়ের) কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াক্কাস আক্রম জানান, “আমরা খুব সংবেদনশীল সময় পার করছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, আগামী দুই সপ্তাহ কোনো ধরনের বিক্ষোভ হবে না।” 

পিটিআইয়ের রাজনৈতিক থিঙ্ক ট্যাংকের প্রধান রউফ হাসান বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এই মুহূর্তে দেশের মানুষের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া জরুরি বলে তিনি মনে করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×