জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন খামেনি


জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিতে যাচ্ছেন।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী কয়েক মিনিটের মধ্যেই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে খামেনির এই ভাষণ প্রচারিত হবে। ভাষণে তিনি ইসরায়েল-ইরান চলমান সংঘাত এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ভেতরে অতর্কিত হামলা চালায়। ওই দিনই সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল আয়াতুল্লাহ খামেনিকে। এরপর এটাই হতে যাচ্ছে তার প্রথম প্রকাশ্য বক্তব্য।

তীব্র উত্তেজনার এই সময়ে তার ভাষণকে ঘিরে দেশ-বিদেশে বাড়ছে আগ্রহ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×