৫০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা করেছে তেহরানে: আইডিএফ


৫০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা করেছে তেহরানে: আইডিএফ

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আজ তারা ইরানের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক আপডেটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে ইসরায়েলি বিমান বাহিনীর ৫০ টিরও বেশি যুদ্ধ বিমান তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

আইডিএফ জানিয়েছে, ‘সাম্প্রতিক ধারাবাহিক হামলা’র সময় সামরিক কমান্ড সেন্টারগুলোতে আঘাত করেছে যুদ্ধবিমানগুলো।

“যে স্থানগুলোতে আঘাত করা হয়েছে তার মধ্যে তেহরানের ক্ষেপণাস্ত্র ও রাডার উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণের অবকাঠামো রয়েছে” বলা হয়েছে আইডিএফের ওই বার্তায়।

সূত্রঃ বিবসি  

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×