ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানি ড্রোন ভূপাতিত করে ফ্রান্স


ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানি ড্রোন ভূপাতিত করে ফ্রান্স

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ফ্রান্স। ইরান-ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ফ্রান্সের সামরিক বাহিনী তেহরানের একাধিক ড্রোন ভূপাতিত করেছিল বলে দাবি করেছে প্যারিস।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ফ্রান্সে সংসদীয় বিতর্কের সময় দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লিকোর্নু বলেন, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার আগে ১২ দিনের সংঘর্ষ চলাকালীন ইরান থেকে ইসরায়েলে হামলার উদ্দেশ্যে পাঠানো ড্রোনগুলোকে বাধা দিয়েছিল ফরাসি সেনাবাহিনী।

তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত করতে পারি, গত কয়েক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে চালানো বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ১০টিরও মতো ড্রোন প্রতিহত করেছে। এসব ড্রোন কখনও স্থল থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার, আবার কখনও আমাদের রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে ধ্বংস করা হয়েছে।’’

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিতর্কের একটি ভিডিও শেয়ার করে লিকোর্নু লিখেছেন, ‘‘আমাদের সশস্ত্র বাহিনী ইরানে হামলায় অংশ নেয়নি। তবে আমরা বৈধ আত্মরক্ষার অংশ হিসেবে ওই অঞ্চলে আমাদের ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করছি।’’

তিনি বলেন, ‘‘ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন আমাদের ঘাঁটির ওপর দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল। আমরা সেসব ড্রোন মাঝপথেই আটকে দিয়েছি।’’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, সংঘাত চলাকালে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজারের মতো ড্রোন নিক্ষেপ করেছিল।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মাঝে অস্ত্রবিরতি হয়। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাতের অবসান ঘটে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×