কলকাতায় কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩


কলকাতায় কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

কলকাতায় একটি আইন কলেজের ক্যাম্পাসে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই ওই কলেজের সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ জানিয়েছে, গত ২৫ জুন এই গণধর্ষণের ঘটনা ঘটে। পরদিন থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল পরীক্ষা করানো হয়। এরপর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ওই ছাত্রী জানিয়েছেন, ২৫ জুন তিনি কলেজে গিয়েছিলেন ফরম পূরণ করতে। কাজ শেষ হওয়ার পরে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে গিয়েছিলেন। 

সেখানে অনেকেই ছিলেন। বিকেলের দিকে সবাই ধীরে ধীরে ক্যাম্পাস ছাড়তে শুরু করলে তিনিও বেরিয়ে যেতে চেষ্টা করেন। তবে, তাকে তখন আরও কিছুক্ষণ থেকে যেতে বলেন ছাত্র ইউনিয়নের এক নেতা।

কিছুক্ষণ পরে তাকে ‘প্রেমের প্রস্তাব’ দেন ঘটনার প্রধান অভিযুক্ত, যাকে ওই ভুক্তভোগী ওই কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের অন্যতম প্রধান নেতা বলে চিহ্নিত করেছেন।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগে নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন যে, তার নিজের প্রেমিক আছে, তাই প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। 

ঘটনার দিন সন্ধ্যা নাগাদ ছাত্র ইউনিয়নের কার্যালয় থেকে অন্যরা বেরিয়ে যান, তবে তাকে আটকে দেওয়া হয়। এ সময় প্রধান অভিযুক্তের সঙ্গে আরও দুজন ছিলেন। 

সেখানেই দরজা বন্ধ করে প্রথমে ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন চালানোর চেষ্টা করা হয় এবং পরে কলেজের নিরাপত্তা রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, কলেজের নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চেয়েও পাননি তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×