রাশিয়ায় বিমান বিধ্বস্ত, অন্তত ৪ জনের মৃত্যু


রাশিয়ায় বিমান বিধ্বস্ত, অন্তত ৪ জনের মৃত্যু

রাশিয়ার মস্কোয় একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জরুরি পরিষেবা সংস্থার বরাতে রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, মস্কোর কোলোমনা নগর জেলার পানোভো গ্রামের মাঠে 'ইয়াক-১৮টি' মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির মতে, অনুমোদন ছাড়াই সেভেরকা বিমানঘাঁটি থেকে এটি উড়ে গিয়েছিলেন। পাইলট যখন ব্যারেল রোল করছিলেন তখন দুর্ঘটনাটি ঘটে। তদন্ত কমিটি একটি ফৌজদারি মামলা শুরু করেছে বলে জানিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×