ভারতের হিমাচলে আকস্মিক বন্যায় ১৭ জনের বেশি মানুষের মৃত্যু


ভারতের হিমাচলে আকস্মিক বন্যায় ১৭ জনের বেশি মানুষের মৃত্যু

ভারতের হিমাচল প্রদেশের আকস্মিক বন্যায় শনিবার পর্যন্ত ১৭ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে অন্যান্য রাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বর্ষায় ভারী বৃষ্টিপাতের কারণে হিমাচলে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছেন রাজ্যের রাজস্ব, উদ্যানপালন ও উপজাতি উন্নয়নমন্ত্রী জগত সিং নেগি।

এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুল্লু এবং ধর্মশালা এলাকা। অতি ভারী বৃষ্টিপাতের কারণে সড়ক সংযোগ, বিদ্যুৎ এবং পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র: এএনআই

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×