রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান বিধ্বস্ত


রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একইসঙ্গে নিহত হয়েছেন ওই বিমানের পাইলটও। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হাতে পায় কিয়েভ।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রোববার (২৯ জুন) রাতভর ইউক্রেনজুড়ে রাশিয়া প্রায় ৫৫০টির বেশি ড্রোন ও মিসাইল দিয়ে আকাশপথে হামলা চালায়। এই হামলা প্রতিহত করতে গিয়েই বিধ্বস্ত হয় ইউক্রেনীয় বিমানটি।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দীর্ঘ আলোচনার পর এফ-১৬ যুদ্ধবিমান হাতে পেয়েছিল ইউক্রেন। এই বিমানটি এতটাই গুরুত্বপূর্ণ, এর প্রতিটি ইউনিট ইউক্রেনের জন্য অমূল্য সম্পদ। এখন পর্যন্ত ৩টি এফ-১৬ হারিয়েছে তারা। তবে ইউক্রেন সরকার কখনোই স্পষ্টভাবে জানায়নি তাদের হাতে ঠিক কতটি এফ-১৬ রয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘গতকাল রাতে ৭টি আকাশ হামলা প্রতিহত করার পর বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়। এতে বিমানের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাকসিম উস্তিমেনকো শহীদ হন।’

স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানায়, দক্ষিণের মাইকোলাইভ, দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া এবং পশ্চিমাঞ্চলের লভিভ শহরে একাধিক বিস্ফোরণ ও হামলার শব্দ পাওয়া গেছে।

এ ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের হামলার কথা স্বীকার করলেও, নিহত পাইলট সম্পর্কে কিছু বলেননি।

রাশিয়ার আগ্রাসনের আগে ইউক্রেনের বিমানবাহিনী পুরোনো মিগ-২৯ ও সু-২৭ ধরনের যুদ্ধবিমান ব্যবহার করত। কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পশ্চিমা মিত্রদের সহায়তায় অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান হাতে পায় ইউক্রেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×