গাজায় তীব্র পুষ্টিহীনতায় ভুগছে ৬০ হাজার শিশু


গাজায় তীব্র পুষ্টিহীনতায় ভুগছে ৬০ হাজার শিশু

আল-আকসা মার্টার হাসপাতালের মুখপাত্র খালিল আল-দাকরান বলেছেন, গাজা উপত্যকায় অন্তত ৬০,০০০ শিশু তীব্র পুষ্টিহীনতায় ভুগছে। খাদ্য সংকট এতটাই চরমে পৌঁছেছে যে শিশুরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না, যা তাদের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বলে এক প্রতিবেদনে বলেছে সংবাদমাধ্যমটি।

তিনি বলেন, ইসরায়েল গাজার শিশুদেরকে পরিকল্পিতভাবে অনাহারে রাখার নীতিতে চলছে। এটা একটি অবরোধ নয় শুধু, এটা সরাসরি না খাইয়ে মারার কৌশল।

বর্তমানে গাজা উপত্যকায় শিশুদের জন্য একটি কার্টন দুধও পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ইসরায়েল পদ্ধতিগতভাবে গাজার হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এর ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং জীবনরক্ষা সম্ভব হচ্ছে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×