ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানে ৯ শতাধিক নিহত


ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানে ৯ শতাধিক নিহত

ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানে কমপক্ষে ৯৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। 

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক সপ্তাহ পর সোমবার (৩০ জুন) এ তথ্য প্রকাশ করা হয়। তেহরান থেকে এএফপি এ খবর জানিয়েছে। 

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, সিয়োনিস্ট শাসকগোষ্ঠী আমাদের দেশের বিরুদ্ধে যে ১২ দিনের যুদ্ধ চালায়, তাতে এখন পর্যন্ত ৯৩৫ জন শহীদের পরিচয় জানা গেছে।

নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছে বলেও জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×