পাকিস্তানে বাসযাত্রীদের অপহরণের পর গুলি করে হত্যা


পাকিস্তানে বাসযাত্রীদের অপহরণের পর গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় বাস থেকে অপহৃত অন্তত ৯ যাত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ জুলাই) আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বেলুচিস্তান থেকে পাঞ্জাবগামী বেশ কয়েকটি যাত্রীবাহী বাস থামিয়ে কয়েকজন অস্ত্রধারী যাত্রীদের জোর করে নামিয়ে নেয়। পরে পাহাড়ি এলাকায় তাদের নিয়ে গিয়ে অন্তত ৯ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের শরীরে গুলির স্পষ্ট চিহ্ন রয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিনদ নিশ্চিত করেছেন, ঘটনাস্থল থেকে অপহৃতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নবীদ আলম নামে এক কর্মকর্তা জানান, নিহতরা পাঞ্জাবি জাতিগোষ্ঠীর হতে পারেন এ কারণেই তারা এই হামলার টার্গেট হয়ে থাকতে পারেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা এ ঘটনার পেছনে জড়িতদের কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন। প্রধানমন্ত্রী বলেন, “নিরীহ মানুষের রক্ত বৃথা যাবে না। এটি ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের উদাহরণ।”

তবে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে আলজাজিরা।

 

ঢাকাওয়াচ/এমএস

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×