গাজাকে ‘শিশুদের কবরস্থান’ বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ


গাজাকে ‘শিশুদের কবরস্থান’ বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ‘শিশু ও অনাহারীদের কবরস্থান’ বলে অভিহিত করেছে জাতিসংঘ। সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, গাজা এখন শিশুদের কবরস্থান ও অনাহারের উপত্যকায় পরিণত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ইসরায়েল গাজায় একটি নিষ্ঠুর ও পরিকল্পিত হত্যাযজ্ঞের ফাঁদ তৈরি করেছে।

ফিলিপ লাজারিনি আরও লেখেন, ‘গাজার মানুষ এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তাদের সামনে বেছে নেয়ার মতো মাত্র দুটি পথ রয়েছে। ক্ষুধায় মারা যাওয়া অথবা গুলিতে প্রাণ হারানো।’

এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর বলছে, মে মাস থেকে গাজায় এখন পর্যন্ত খাদ্য সহায়তা কেন্দ্রেই নিহত হয়েছেন অন্তত ৮০০ জন।

শুক্রবার সুইজারল্যান্ডে এক ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘২৭ মে থেকে ৭ জুলাই পর্যন্ত ৭৯৮ জনকে হত্যার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৬১৫ জনকে হত্যা করা হয়েছে জিএইচএফের ত্রাণগুলোর আশপাশে। আর ১৮৩ জনকে হত্যা করা হয়েছে ত্রাণ নিতে যাওয়ার পথে।’

অন্যদিকে, ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের তুর্কি কবরস্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে লাশ উত্তোলন করেছে। গুঁড়িয়ে দিয়েছে আশপাশের কবর ও শিবির। এখন পর্যন্ত গাজার ৬০টি কবরস্থানের মধ্যে দুই-তৃতীয়াংশ ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×