সৌদিতে প্রথমবারের মতো ‘মদের দোকান’ খোলার উদ্যোগ


সৌদিতে প্রথমবারের মতো ‘মদের দোকান’ খোলার উদ্যোগ

সৌদি আরবে দীর্ঘ ৭০ বছরের কঠোর নিষেধাজ্ঞার পরে প্রথমবারের মতো একটি ‘বার’ চালু করা হয়েছে, যেখানে অ্যালকোহলবিহীন পানীয় পরিবেশিত হচ্ছে। রাজধানী রিয়াদে সম্প্রতি ‘এ-১২’ নামে নতুন একটি ক্যাফে খোলা হয়েছে, যেখানে বিয়ারসহ বিভিন্ন পানীয়ের অ্যালকোহল মুক্ত সংস্করণ গ্রাহকদের জন্য উপলব্ধ।

১৯৫২ সাল থেকে সৌদিতে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং এ ধরনের কার্যক্রমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো। তবে ‘এ-১২’ ক্যাফের সূচনা দেশটির সমাজ ও সংস্কৃতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এখানে নারী-পুরুষ একসঙ্গে বসে অ্যালকোহলবিহীন পানীয় উপভোগ করতে পারছেন, যা সৌদি সমাজের জন্য যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

যদিও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোর মতো সৌদি আরবেও এখনো পুরোপুরি অ্যালকোহল নিষিদ্ধ, তবু আগামী বছর থেকে অমুসলিম বিদেশী কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদ বিক্রির অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালে ইতিমধ্যেই রিয়াদে এক দোকানকে এই উদ্দেশ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ সৌদি আরবের আধুনিকীকরণ এবং বৈচিত্র্যময় সমাজ গঠনের অংশ, যেখানে ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা হচ্ছে, কিন্তু বিশ্বায়নের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দিকেও নজর রাখা হচ্ছে।

সূত্র: ডন

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×