ইজতেমা মাঠে আলেমদের ২ দিনের বিশেষ জোড়
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৪ পিএম, ১৬ আগস্ট ২০২৫
আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা সফলভাবে আয়োজনের লক্ষ্যে তাবলিগ জামাতের আলেমদের জন্য দুই দিনব্যাপী বিশেষ জোড় শুরু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এই প্রস্তুতিমূলক জোড়ের উদ্বোধন করা হয়, যা চলবে আগামী রোববার (১৭ আগস্ট) পর্যন্ত।
তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা শাহরিয়ার মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন, “এই জোড়ে শুধু সেই আলেমরা অংশগ্রহণ করেছেন, যারা তিন চিল্লা ও সাল সম্পন্ন করেছেন।”
মাওলানা শাহরিয়ার আরও বলেন, “এটি মূলত আলেমদের জন্য একটি বিশেষ প্রস্তুতিমূলক পরামর্শ সভা। এখানে দাওয়াতি কার্যক্রম ও দীনের মেহনতকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করা হবে।”
তিনি জানান, দুই দিনব্যাপী এই খাস জোড়ে দেশের পাশাপাশি বিদেশ থেকেও শীর্ষ মুরব্বিরা অংশগ্রহণ করছেন।
উল্লেখযোগ্যভাবে, ভারতের খ্যাতনামা তাবলিগি মুরব্বি মাওলানা ইবরাহীম দেউলা এবং অন্যান্য আন্তর্জাতিক দাওয়াতি ব্যক্তিত্বরাও এই সভায় উপস্থিত আছেন।
মাওলানা শাহরিয়ার মাহমুদ জানান, এই খাস জোড় শেষে মুরব্বিরা বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন।