তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ


তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ

পবিত্র কাবা প্রাঙ্গণে তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ভিড় সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়।

সাবাক ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওমরাহ পালনকারীদের বলা হয়েছে তাওয়াফের সময় অন্যদের চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। হাজরে আসওয়াদ স্পর্শ করার প্রয়োজন নেই; তাওয়াফ করতে করতে কেবল ইশারা করলেই যথেষ্ট। এতে তাওয়াফের পূর্ণতা বা গ্রহণযোগ্যতায় কোনো ঘাটতি হয় না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো ওমরার বিধান পালনকে সহজ করা, ভিড়ের মধ্যে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাওয়াফ প্রাঙ্গণে চলাচলের ধারাবাহিকতা বজায় রাখা, যাতে সবার তাওয়াফ নির্বিঘ্নে সম্পন্ন হয়।

এছাড়া হজ ও উমরাহ মন্ত্রণালয় আবারও স্পষ্ট করেছে, সঠিক তাওয়াফের জন্য থেমে থাকা জরুরি নয়। যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে— তারা যেন কর্তৃপক্ষের দিকনির্দেশনা মেনে চলে, যাতে নিজেদের পাশাপাশি অন্যদের নিরাপত্তাও সুরক্ষিত থাকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×