উপদেষ্টা রিজওয়ানা হাসানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


উপদেষ্টা রিজওয়ানা হাসানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েন রবিবার (২৮ সেপ্টেম্বর) পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রাজধানীর মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার। সরকার গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী এবং চীন সরকারের সহযোগিতায় কারিগরি ও আর্থিক মাস্টারপ্ল্যান করা হচ্ছে।”

রাষ্ট্রদূত ইয়ো ওয়েন বাংলাদেশের পরিবেশ রক্ষা এবং পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনায় চীনের সক্রিয় অংশগ্রহণের আগ্রহের কথা জানান। তিনি বলেন, “পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।” একইসঙ্গে তিনি সব ধরনের সহায়তার আশ্বাসও দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন এবং চীনা দূতাবাসের বাণিজ্যিক উপদেষ্টা সং ইয়াং।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×