ট্রাম্পের সঙ্গে চুক্তির আওতায় ৩১ ইউক্রেনীয় বন্দীকে ক্ষমা করলেন বেলারুশ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:৫১ পিএম, ২২ নভেম্বর ২০২৫
ফৌজদারি মামলায় বন্দী থাকা ইউক্রেনের ৩১ জনকে ক্ষমা করেছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ। শনিবার (২২ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়েছে। তাদের মুক্তি প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া এক চুক্তির অংশ হিসেবে কার্যকর করা হয়েছে।
সূত্র জানিয়েছে, সম্প্রতি ট্রাম্প লুকাশেঙ্কোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা করেন। বিনিময়ে ওয়াশিংটন আংশিকভাবে বেলারুশের বেলাভিয়া এয়ারলাইন্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
লুকাশেঙ্কোর মুখপাত্র নাতালিয়া আইসমন্ট রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, “প্রেসিডেন্ট আমাদের দেশে ফৌজদারি অপরাধে অভিযুক্ত ৩১ জন ইউক্রেনীয় নাগরিককে ক্ষমা করেছেন।”
তিনি আরও বলেন, “এই পদক্ষেপের লক্ষ্য প্রতিবেশী রাষ্ট্রে চলমান সশস্ত্র সংঘাতের পরিস্থিতি স্থিতিশীল করা।”
আইসমন্টের কথায়, ক্ষমাপ্রাপ্ত ইউক্রেনীয় বন্দীদের পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তাদের ইউক্রেনের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এর আগে লুকাশেঙ্কো কয়েক ডজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছিলেন। তবে অধিকার সংস্থাগুলোর মতে, বেলারুশিয়ান কারাগারে এখনও ১,০০০-এরও বেশি ‘রাজনৈতিক বন্দী’ রয়েছেন।