চাপে নতি মেনে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৩১ পিএম, ২২ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের চাপের মুখে শেষ পর্যন্ত নীতি পরিবর্তন করল ভারতীয় শিল্পক্ষেত্র। মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফট ও লুকোইলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর এই পদক্ষেপ নেওয়া হয়। রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, “২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া পণ্য আমদানিসংক্রান্ত বিধিনিষেধের সঙ্গে পূর্ণ সম্মতি নিশ্চিত করার জন্য আমরা এই পরিবর্তন সময়ের আগেই সম্পন্ন করেছি।”
এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। সূত্র zufolge, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারতের মোট তেল আমদানি মাত্র ২.৫ শতাংশই রাশিয়ার। তবে ২০২৪-২৫ সালে এটি প্রায় ৩৫.৮ শতাংশে পৌঁছেছে। ভারতের রাশিয়ার মোট তেল আমদানি আনুমানিক ৫০ শতাংশই রিলায়েন্সই আনে।
রাশিয়ার তেল ক্রয় নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত। গত আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে, যার মধ্যে ২৫ শতাংশ ছিল রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই কেনাকাটা মস্কোকে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে, যা ভারত তখন অস্বীকার করেছিল।