দুবাইয়ে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কারণ কী


দুবাইয়ে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কারণ কী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানটির একমাত্র পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে দর্শকদের সামনে কসরত দেখানোর সময় বিমানটি নিয়ন্ত্রণ হারায়।

আবু বকর নামে এক ব্যক্তি বিধ্বস্ত মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে তেজস বিমানটি একটি ‘নেগেটিভ জি’ টার্ন করেছিল, যা কসরত বা রণকৌশল হিসেবে প্রদর্শিত হচ্ছিল।

পাইলট বিমানটিকে মাঝ আকাশে ঘোরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বিমানটি তখন খুব নিচুতে উড়ছিল। রোলটি দ্রুত বা ঝটকা দিয়ে না হওয়ায় বিমানটি সঠিকভাবে স্থিতিশীল হতে পারেনি এবং মাটিতে আছড়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, কসরত প্রদর্শনের সময় বিমান কিছুটা উচ্চতা হারায়। পাইলট রোল করার পর বিমানটি স্বাভাবিকের চেয়ে দ্রুত নিচে নামতে থাকে, যা বিধ্বস্ত হওয়ার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।

মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এক আসনের হালকা এই যুদ্ধবিমানে আগুন ধরে যায়। সময় না পাওয়া এবং দ্রুত উদ্ধার না করতে পারার কারণে পাইলট বিমানের মধ্যে পুড়ে মারা যান।

এই যুদ্ধবিমানটি ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড তৈরি করেছে। এই দুর্ঘটনার আগে মাত্র একবার তেজস বিমান বিধ্বস্ত হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×