আমাকে ফ্যাসিস্ট বলতে পারো: মামদানিকে বললেন ট্রাম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:১০ পিএম, ২২ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় ট্রাম্প বলেছেন, ‘মামদানি যদি তাকে ‘ফ্যাসিস্ট’ বলে থাকে, এ নিয়ে তিনি আপত্তি করবেন না।’ উল্লেখ্য, মামদানি তার নির্বাচনী প্রচারণার সময় এই শব্দটি ব্যবহার করেছিলেন। শনিবার (২২ নভেম্বর) সিএনএন জানিয়েছে, বৈঠকটি উভয়ের জন্যই ফলপ্রসূ এবং সুষ্ঠু হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকের পর বলেন, আমাদের মধ্যে একটি সাধারণ লক্ষ্য রয়েছে, আমরা চাই শহরটি সুন্দরভাবে চলুক। আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি তিনি একজন খুব ভালো মেয়র হবেন। তার সাফল্য আমাকে খুশি করবে। দলগত পার্থক্য থাকলেও তার কিছু কাজ কিছু রক্ষণশীল এবং উদারপন্থী মানুষকে চমকে দিতে পারে।’
মামদানি বৈঠক সম্পর্কে বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে আমি কৃতজ্ঞ। আমরা জীবনযাত্রার ব্যয়, ভাড়া, মুদিখানা ও ইউটিলিটি সমস্যার সমাধানে একসাথে কাজ করার জন্য প্রস্তুত।’
উভয় নেতা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকা সত্ত্বেও শহরের উন্নয়ন ও বাসিন্দাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।