ট্রাম্প-মামদানি বৈঠকে অতীত বিতর্ক পেছনে ফেলে সহযোগিতার আশা


ট্রাম্প-মামদানি বৈঠকে অতীত বিতর্ক পেছনে ফেলে সহযোগিতার আশা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসে প্রথমবারের মতো বৈঠক করেছেন। অতীতের তীব্র সমালোচনা ও রাজনৈতিক বিভাজনের মধ্যেও দুজনই বৈঠককে ‘ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ’ হিসেবে বর্ণনা করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) বৈঠক শেষে ট্রাম্প সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের দারুণ ও অর্থবহ আলোচনা হয়েছে। নিউইয়র্ক শহরকে আরও কর্মক্ষম ও বাসযোগ্য করতে আমরা দু’জনই প্রতিশ্রুতিবদ্ধ।’ একসময় যাকে তিনি ‘জিহাদি’ বলে অভিহিত করেছিলেন এবং নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই মামদানির সফল নির্বাচনী প্রচারণার প্রশংসাও করেন ট্রাম্প।

মামদানি সাংবাদিকদের জানান, বৈঠকে তিনি ভাড়া, নিত্যপণ্যের দাম, ইউটিলিটি বিল এবং সাধারণ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত উদ্বেগ তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমরা মতাদর্শে ভিন্ন হলেও নিউইয়র্কবাসীর জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই।’

ফিলিস্তিনি অধিকার ও অভিবাসনবান্ধব অবস্থানের জন্য পরিচিত মামদানি বলেন, অভিবাসননীতি ও এর প্রয়োগসহ অনেক ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও ট্রাম্পের সঙ্গে ‘সাধারণ ভিত্তি’ খুঁজে পাওয়া সম্ভব। তিনি বিশেষ করে মার্কিন ‘অবিরাম যুদ্ধ’ বন্ধ করা এবং জীবনযাত্রার ব্যয় হ্রাসকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্পও বলেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে মামদানির অবস্থান তার অনেক ভোটারের সঙ্গে মিল রয়েছে। তিনি বলেন, ‘তার অনেক ভোটার আমাকেও সমর্থন করেছেন; এটা আমি স্বাগত জানাই।’

নিউইয়র্ক সিটির ৮.৫ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, এ তথ্য তুলে ধরে মামদানি আশা প্রকাশ করেন যে, উভয় পক্ষের সহযোগিতায় পরিস্থিতি বদলানো সম্ভব।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×