সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৮৭


সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৮৭

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে একদিনেই এক হাজারের বেশি অপরাধীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ধারাবাহিক উদ্যোগের অংশ। পুলিশের সদর দপ্তর সোমবার, ২৯ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১ হাজার ১৮৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৭৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে মামলা ও আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে। পাশাপাশি, আরও ৪৪৬ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

অভিযানের সময় পুলিশ একটি চাইনিজ কুড়ালও জব্দ করেছে, যা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×