ঢাকায় সকালের তাপমাত্রা ১৯ ডিগ্রি, নেই বৃষ্টির পূর্বাভাস


ঢাকায় সকালের তাপমাত্রা ১৯ ডিগ্রি, নেই বৃষ্টির পূর্বাভাস

শীতের হালকা ছোঁয়া নিয়ে শুক্রবার ভোরে রাজধানী ঢাকার তাপমাত্রা নেমে যায় প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে, যা শহরজুড়ে ঠান্ডা আবহের অনুভূতি আরও স্পষ্ট করেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বেশির ভাগ সময় আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হালকা বাতাস বইতে পারে এবং দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার ১৮ নভেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সকালভর আবহাওয়া শুষ্ক থাকার কথা। দিনের প্রথমভাগে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, তখন বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাতও রেকর্ড হয়নি।

এদিকে সারাদেশেই আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা দেশের অধিকাংশ অঞ্চলে প্রায় স্থির থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×