গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার


গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্পষ্ট করেছেন, গাড়িতে আগুন লাগানো বা ককটেল নিক্ষেপের চেষ্টা করা ব্যক্তিদের লক্ষ্য করে গুলি করার কোনো নির্দেশ তিনি দেননি।

কমিশনার বলেন, “এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা নয়, এটা এদেশের আইন। আপনারা আইনটা দেখেন। আমি তো নিজে কোনো আইন বানাই না। আইন বানায় পার্লামেন্ট।”

তিনি এই মন্তব্য করেন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নতুন ‘সাইবার সাপোর্ট সেন্টার’ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।

ডিএমপি কমিশনার আরও বলেন, যারা ককটেল নিক্ষেপ বা বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে, তাদের ওপর গুলি করার দায়িত্ব তাঁর নয়, এটি পুলিশের আইনগত অধিকার। তিনি জানান, “ঢাকাবাসীর জান ও মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ।”

সাজ্জাদ আলী জানান, সম্প্রতি থানার সামনে এক পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করা হয়েছে। তিনি বলেন, “এতে তাদের মনোবল ভেঙে যাবে। এ জন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চাই।”

ডিবি পুলিশের নতুন ‘সাইবার সাপোর্ট সেন্টার’ নিয়েও তিনি মন্তব্য করেন, এটি পুলিশের ওপর জনগণের আস্থা বৃদ্ধি করবে এবং নিরাপদ বাংলাদেশ গড়ার কাজে সহায়তা করবে। নাগরিকরা অনলাইনে কোনো প্রতারণার শিকার হলে ফেসবুক পেইজ ও ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ করতে পারবেন।

এর আগে, ১৬ নভেম্বর সংবাদমাধ্যমে বলা হয়, যদি কেউ গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপে লিপ্ত হয় এবং জানমালের ঝুঁকি তৈরি করে, পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশনা ওয়্যারলেস বার্তার মাধ্যমে জারি হয়।

ডিএমপি কমিশনার তখন গণমাধ্যমকে বলেন, “হ্যাঁ, আমি এমন নির্দেশই দিয়েছি। কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে, তাহলে তারা কি চুপচাপ বসে থাকবে?”

এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও একই ধরনের নির্দেশনা দেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×