বিটিআরসিতে অগ্নিকান্ড নয়, ছিল ফায়ার ড্রিলের অংশ


বিটিআরসিতে অগ্নিকান্ড নয়, ছিল ফায়ার ড্রিলের অংশ

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-তে ‘আগুন লেগেছে’ এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এটি কেবল একটি পরিকল্পিত ফায়ার ড্রিলের অংশ ছিল। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি পরিস্থিতিতে কীভাবে করতে হয়, তা শেখানোর জন্য দুই দিনব্যাপী কর্মশালার অংশ হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করছিল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিটিআরসির মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন রিলেশন বিভাগের উপ-পরিচালক মো. জাকির হোসেন খাঁন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “আজ দুপুরে কর্মশালার শেষ পর্যায়ে হাতে-কলমে প্রশিক্ষণের অংশ হিসেবে কৃত্রিম আগুন ও ধোঁয়া সৃষ্টি করা হয়। দুপুর ১টার দিকে প্রায় ২০ মিনিট ধরে এই প্রাকটিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। ড্রিলের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই বিভ্রান্ত হয়েছেন।”

উপ-পরিচালক আরও বলেন, “এটি কেবল নিয়মিত ফায়ার ড্রিলের অংশ ছিল, আতঙ্কিত হওয়ার কিছু নেই। জরুরি পরিস্থিতিতে সবাইকে প্রস্তুত রাখতে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×