খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু


খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক শিবির নেতার জীবনহানি ঘটেছে, যখন সে খেজুর গাছ থেকে পড়ে পুকুরে ডুবে মারা যায়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায়।

নিহত সাইফুল্লাহ মনোয়ার (১৬) কাটাছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রশিবিরের সভাপতি এবং সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। তিনি ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নুরুছসালামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাইফুল্লাহ বাড়ির পাশে থাকা একটি খেজুর গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা ফिसলে তিনি পুকুরে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে অনেক খুঁজে, দুপুর ১টার দিকে পুকুর থেকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×