রামপুরায় বাসে আগুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:২৫ এম, ২০ নভেম্বর ২০২৫
রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়, যা মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৯ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, “রাত ১০টার দিকে বাসে আগুন লাগার খবর পাই। পরে দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোনো হতাহতের সংবাদও পাওয়া যায়নি।”
তেজগাঁও বিভাগের পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, হাতিরঝিল থানার এলাকায় বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং “এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।”
তিনি আরও জানান, “আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ইতোমধ্যেই অবস্থান নিয়েছে।”