বাংলাদেশে প্রথম সুন্নি মুসলিম রাষ্ট্রদূত পাঠাচ্ছে ইরান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫২ পিএম, ২০ নভেম্বর ২০২৫
শিয়া মুসলিম অধ্যুষিত ইরান প্রথমবারের মতো কোনো সুন্নি মুসলিমকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, বুধবার (১৯ নভেম্বর) ঢাকার নবনিযুক্ত রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদী দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আরাগচি রাষ্ট্রদূতের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং ঢাকায় আসার পর দুই দেশের পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলিল রহিমি ইরানের ১৪তম সরকারের প্রথম সুন্নি মুসলিম, যাকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি দুই মেয়াদে সংসদ সদস্য ছিলেন এবং জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইরান বিশ্বের বৃহত্তম শিয়া মুসলিম অধ্যুষিত দেশ, যেখানে জনসংখ্যার ৯০ শতাংশের বেশি মানুষ শিয়া এবং শিয়া ইসলামই রাষ্ট্রীয় ধর্ম। ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনের আগে বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইরান, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা করে।
বর্তমানে ইরান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বড় ধরনের বাণিজ্যিক লেনদেন নেই, তবে উভয় দেশই অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। সম্প্রতি ইরান বাংলাদেশের অবকাঠামো নির্মাণ, জ্বালানি সরবরাহ এবং কৃষি উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
সূত্র: তেহরান টাইমস