আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে: আইন উপদেষ্টা


আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে: আইন উপদেষ্টা

আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ প্রণয়ন করা হবে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণার অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।”

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি তে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

এর আগে গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সেই একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় নির্বাচনের সঙ্গে একদিনে অনুষ্ঠিত এই গণভোটে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই ব্যাহত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের লক্ষ্যে প্রয়োজনীয় আইন উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে।”

গণভোটে ভোটাররা ৪টি বিষয়ের ওপর একক প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে তাদের মতামত প্রকাশ করবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×