সংসদ এলাকা থেকে জজের মোবাইল ছিনতাই, নিয়ে গেছে চশমাও


সংসদ এলাকা থেকে জজের মোবাইল ছিনতাই, নিয়ে গেছে চশমাও

রাজধানীর শেরেবাংলা নগর থানার আওতাধীন সংসদ ভবন এলাকায় এক সিনিয়র জেলা ও দায়রা জজের মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী জজের নাম অরুনাভা চক্রবর্তী।

বুধবার রাত সাড়ে ৮টার কিছু আগে তিনি পায়ে হেঁটে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তার পথ আটকে দাঁড়ায় এবং মুহূর্তেই তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রাত ১০টার দিকে ঘটনাটি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, সংসদ ভবন এলাকা থেকে জজের রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোন এবং চশমা ছিনতাই করা হয়েছে। “তিনি থানায় অভিযোগ দিয়েছেন। আমরা মোবাইল উদ্ধারে কাজ করছি,” বলেন ডিসি ইবনে মিজান।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অরুনাভা চক্রবর্তী যখন হেঁটে যাচ্ছিলেন, তখন তিনজন এগিয়ে এসে তাকে ভয়ভীতি দেখিয়ে ফোন ও চোখের চশমা নিয়ে পালিয়ে যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×