সুপ্রিম কোর্টের নতুন আইন অনুমোদন, তবে এখনই কার্যকর হবে না


সুপ্রিম কোর্টের নতুন আইন অনুমোদন, তবে এখনই কার্যকর হবে না

আইন উপদেষ্টা ড. আফিস নজরুল জানিয়েছেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ে নতুন আইন চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি এখনই কার্যকর হবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে ড. আফিস নজরুল এ তথ্য জানান।

তিনি আরও বলেন, নতুন আইনের মাধ্যমে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও তদারকি উচ্চ আদালত সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×