মুশফিক-লিটনের সেঞ্চুরি, ৪৭৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস


মুশফিক-লিটনের সেঞ্চুরি, ৪৭৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস

বাংলাদেশের ব্যাটিং তারকা মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে সাজানো পারফরম্যান্সে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের পক্ষে অ্যান্ডি ম্যাকব্রাইন ছিলেন সবচেয়ে কার্যকর, নিয়েছেন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট।

দ্বিতীয় দিনের খেলা বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল মুশফিকুর শততম টেস্টে অসাধারণ সেঞ্চুরি তুলে নেওয়ার কারণে। ১০৬ রানে পৌঁছানোর পর হাম্প্রেসের বলে ক্যাচ দেন তিনি। তার আগে লিটন দাসের সঙ্গে ১০৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দেশের ইনিংসকে শক্ত ভিত্তিতে দাঁড় করান। মুশফিক আউট হলে স্কোর বোর্ডে ৩১০ রান, যা ছিল পঞ্চম উইকেটের মাইলফলক।

মুশফিকের আউটের পর দায়িত্ব নেন লিটন দাস। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা ডানহাতি ব্যাটারটি ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন। ৮ চার ও ২ ছক্কায় সাজানো ১২৮ রানের ইনিংস বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যায়।

লিটনের সঙ্গে নতুন জুটি গড়েন মিরাজ। তারা ১৩৩ রানের সংযোজন যোগ করেন, যেখানে মিরাজের অবদান ৪৭। কিন্তু গ্যাভিন হোয়ের বল খেলে অযথা আউট হওয়ায় এই জুটি শেষ হয়।

মিরাজ ও লিটনের দ্রুত আউটের ফলে ম্যাচের গতি বদলে যায়। মাত্র ৪ বলের ব্যবধানে দুই ব্যাটারই ফিরলে বাংলাদেশের ব্যাটিং ছন্দে বড় ধাক্কা লাগে। লিটন হোয়ের একটি সুইপ খেলতে গিয়ে টপ-এজে স্লিপে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ দেন এবং তাঁর ইনিংস শেষ হয়। এই ধাক্কায় সাত নম্বর উইকেট ৪৩৩ রানে পড়ে।

শেষ দিকে ব্যাট করতে নেমে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ স্কোরকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিতে পারেননি। হোয়ের বলে ৪ রান করে তাইজুল বোল্ড হন, যার ফলে বাংলাদেশ ইনিংসকে আরও দীর্ঘায়িত করতে পারেনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×