তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর


তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর

দেশের নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তন এনে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের ঐতিহাসিক রায় দিয়েছে আপিল বিভাগ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে আদালত জানিয়েছে যে এই ব্যবস্থা আবার কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে।

বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ রায়টি ঘোষণা করে। বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। রায় ঘোষণার সময় আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে আদালতকক্ষ ছিল উপচে পড়া জনসমাগমে ভরা।

রায়ে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে। তবে পরবর্তী চতুর্দশ সংসদ নির্বাচন থেকে পুনর্বহাল হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

এই বিষয়ে শুনানি শেষ হয় ১১ নভেম্বর, এবং সর্বোচ্চ আদালত ২০ নভেম্বরকে রায় ঘোষণার দিন হিসেবে নির্ধারণ করেছিলেন। শুনানিতে বিএনপি, জামায়াতসহ আপিলকারীদের আইনজীবীরা যুক্তি দেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, আর চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর হবে নতুন ব্যাবস্থা।

এর আগে ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তৎকালীন আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছিল। তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে নতুন আইনি প্রক্রিয়া শুরু হয়।

চলতি বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত আপিলের অনুমতি দেয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল দাখিল করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×