২৭ নভেম্বর থেকেই ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা: পিএসসি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:২১ এম, ২৪ নভেম্বর ২০২৫
দেশজুড়ে আন্দোলন, অবরোধ ও পরীক্ষার সময় পরিবর্তনের দাবির মধ্যেও অবস্থান বদলাচ্ছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বরই শুরু হবে।
রোববার (২৩ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি তাদের এই সিদ্ধান্ত নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরুর কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে পরীক্ষার তারিখ পিছিয়ে ‘যৌক্তিক সময়সূচি’ নির্ধারণের দাবিতে চাকরিপ্রার্থীদের একটি অংশ গত কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন করে আসছে। সর্বশেষ শনিবার ও আজ রোববার রাজশাহী ও ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন, যার ফলে ছয় থেকে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এমনকি পরীক্ষার সময় পরিবর্তন না হলে অনশনেও যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
পিএসসি জানায়, পরীক্ষা পেছানোর দাবিতে কিছু প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যক্তিগত পর্যায়ে আবেদন ও প্রচারণা চালাচ্ছেন। কেউ কেউ সংগঠিতভাবে অনশনেও বসেছেন। আন্দোলনকারীদের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠক করেছে, সমাবেশ করেছে এবং কখনো কখনো কমিশন কার্যালয় ঘেরাওও করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২৪ সালের নভেম্বরে, আর আবেদন জমা দেওয়া হয় ডিসেম্বর–জানুয়ারিতে। গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারির ফলাফলে ১০ হাজার ৬৪৪ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। লিখিত পরীক্ষার তারিখ ২৭ নভেম্বর—এ ঘোষণা এ বছরের ৩ জুনেই দেওয়া হয়েছিল। তাই পরীক্ষার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে—এ দাবি সঠিক নয় বলে মন্তব্য করে পিএসসি।
কমিশন আরও জানায়, বিসিএস প্রস্তুতি কখনোই কয়েক মাসের বিষয় নয়; এটি দীর্ঘমেয়াদি অধ্যবসায়ের ওপর নির্ভরশীল। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি প্রত্যেক প্রার্থীর থাকা উচিত। “পরীক্ষা প্রদানে গড়িমসি বা অনীহা একজন যথার্থ সরকারি চাকরি–প্রার্থীর শৃঙ্খলাবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়”—বিজ্ঞপ্তিতে এমন মন্তব্যও করা হয়েছে।
পিএসসি জানায়, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্যাডার ও নন–ক্যাডার পরীক্ষার জট কমানো তাদের অন্যতম অগ্রাধিকার ছিল। দ্রুত পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ নিশ্চিত করতে মে–জুনে একটি রোডম্যাপ প্রণয়ন করা হয়, যার আওতায় ইতোমধ্যে দুটি বিশেষ বিসিএসসহ বহু পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন কোনো পরীক্ষা পিছিয়ে দিলে সেই রোডম্যাপ বাস্তবায়ন ব্যাহত হবে বলেই পরীক্ষা স্থগিত করা সম্ভব নয়।
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের উদ্দেশে পিএসসি অনুরোধ জানায়, কমিশনের ঘোষিত সময়সূচি মেনে ২৭ নভেম্বর থেকেই পরীক্ষায় অংশ নিতে হবে।
ইতোমধ্যে পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে পিএসসি। সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) এবং চলবে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।
দেশজুড়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ–সংশ্লিষ্ট কিছু পরীক্ষা শুধু ঢাকায় নেওয়া হবে বলেও জানানো হয়েছে।