একদিনে ৭১ ট্রেনে অভিযান, টিকিটবিহীন ২,১১০ যাত্রী শনাক্ত


একদিনে ৭১ ট্রেনে অভিযান, টিকিটবিহীন ২,১১০ যাত্রী শনাক্ত

একদিনের মধ্যে ৭১টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ২ হাজার ১১০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এই অভিযানের মাধ্যমে রেলওয়ে মোট ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা আদায় করেছে।

সোমবার (২৪ নভেম্বর) রেলওয়ের ভেরিফায়েড পেজে বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়, রোববার (২৩ নভেম্বর) পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই অংশ নেন। তারা ৭১টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানে ২ হাজার ১১০টি মামলা করা হয়। এর মধ্যে ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৬৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা। পাশাপাশি, ওই দিন মোট ২ হাজার ৯০৮টি টিকিট যাচাই করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×