ডিএমপির ৩ প্রশিক্ষিত কুকুর নিলামে বিক্রি ৬ লাখ ৩০ হাজার টাকায়


ডিএমপির ৩ প্রশিক্ষিত কুকুর নিলামে বিক্রি ৬ লাখ ৩০ হাজার টাকায়

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষ প্রশিক্ষিত তিনটি কুকুর- কোরি, স্যাম ও ফিন উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। নিলামের মোট দর ৬ লাখ ৩০ হাজার টাকা দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ ‘কে-নাইন’ টিম সদর দপ্তরে নিলাম অনুষ্ঠিত হয়। কে-নাইন স্কোয়াডের পুলিশ পরিদর্শক ফখরুল আলম জানান, নিলামে অংশগ্রহণকারীরা আগে থেকে প্রতি জন এক হাজার টাকা জমা দিয়ে অংশ নিয়েছেন।

নিলামে সর্বোচ্চ দাম ধরা পড়ে যুক্তরাজ্য থেকে আনা ল্যাব্রাডর জাতের কোরি কুকুরের জন্য, যা ৫ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়। এক সাধারণ নাগরিক কোরি কিনেছেন। বাকি দুটি কুকুর স্যাম ৪০ হাজার ও ফিন ৩০ হাজার টাকায় কিনেছে পারটেক্স গ্রুপ। কুকুরগুলো ২৭ নভেম্বর হস্তান্তর করা হবে। এর আগে তারা তিনদিন ‘কে-নাইন’ টিম সদর দপ্তরে থাকবে।

সিটিটিসি সূত্রে জানা গেছে, এই কুকুরগুলো সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, বিস্ফোরক ও বিপজ্জনক বস্তু শনাক্তকরণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তিনটির বয়সই ৮ বছর এবং দীর্ঘকাল কাজের কারণে তারা এখন কঠিন তল্লাশি বা টহল দায়িত্ব পালন করতে অক্ষম, তবে স্বাভাবিক পোষা প্রাণী হিসেবে জীবনযাপন করতে সক্ষম।

তাদের মধ্যে ফিন পুরুষ ল্যাব্রাডর, কোরি স্ত্রী ল্যাব্রাডর, এবং স্যাম পুরুষ জার্মান শেফার্ড। পূর্বে তারা বইমেলা, সভা-সমাবেশ ও বিমানবন্দরের কার্গো চেকিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে নিয়োজিত ছিল। কর্মকর্তারা জানান, স্বাস্থ্য এখনো ভালো এবং তারা সহজেই সাধারণ পরিবেশে মানিয়ে নিতে পারবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×