নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মশাল মিছিল


নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মশাল মিছিল
বিএনপির ডাকা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল করেছে মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (০৫ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের কিল্লারপুল এলাকা থেকে খানপুর পর্যন্ত কয়েকশ নেতাকর্মী এ মশাল মিছিল করেন।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে করা এ মিছিল থেকে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে তা বর্জনের আহ্বানে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, ডামি এ নির্বাচনকে বর্জন করে শত শত নেতাকর্মী নিয়ে আমরা মশাল মিছিল করেছি।

আগামীকাল থেকে হরতাল। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিল, আছে এবং থাকবে। আমরা মিছিলে ও রাজপথে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।


ঢাকাওয়াচ/টিআর
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×