বরিশালে আওয়ামী লীগ নেত্রী কোহিনুর গ্রেফতার


বরিশালে আওয়ামী লীগ নেত্রী কোহিনুর গ্রেফতার
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র-৩ ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বরিশাল নগরীর ভাটিখানায় তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তাকে বিএনপির অফিস পোড়া মামলাসহ ৪টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

কোহিনুর বেগম বিসিসির সব শেষ পরিষদের প্যানেল মেয়র-৩ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় ২২ আগস্ট নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে কোহিনুরসহ ৩ হাজার আওয়ামী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের দায়ের করা আরও তিনটি মামলার আসামি কোহিনুর। তাকে চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

ওসি বলেন, বিএনপির অফিস পোড়া মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল আসর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামিম, সাবেক দুই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরকেও আসামি করা হয়েছে। এই মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বিসিসির ৯ কাউন্সিলরসহ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে রয়েছেন।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×