ভালো কিছুর প্রত্যাশা ছিল, কিন্তু আপনারা হতাশ করছেন: ছাত্র অধিকার পরিষদ
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৮ পিএম, ১৩ জুলাই ২০২৫
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ৫ আগস্টের পর দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশায় থাকলেও, বাস্তবে হতাশ হতে হয়েছে। শনিবার (১২ জুলাই) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
তিনি লেখেন, “চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ কর্মীরা যে ধরনের হুমকি দিচ্ছেন, তা উদ্বেগজনক। এখনই যদি এমন আচরণ করেন, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় গেলে পরিস্থিতি কী হবে?”
স্ট্যাটাসে আরও বলা হয়, “শেখ হাসিনা যত জেল-জুলুম করেও আমাদের ভয় দেখাতে পারেননি। অথচ তিনি এখন ক্ষমতায় নেই। আপনাদের কাছ থেকে ভয় পাওয়ার কী কারণ থাকতে পারে?”
এর আগে শনিবার বিকেলে ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ।
সমাবেশে বিন ইয়ামিন মোল্লা বলেন, “আমরা বিএনপি পতনের লক্ষ্যে আন্দোলনে নামিনি এবং কারও ব্যক্তিগত শত্রু নই। তবে কেউ যদি 'ভালো মানুষের' মুখোশ পরে অপরাধমূলক কাজ- সন্ত্রাস, ধর্ষণ, খুন করে, তাহলে তার দায় দলকেও নিতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির মধ্যে কেউ যদি ‘ভালো ছেলে’ হিসেবে ঢুকে পরে ধর্ষণের মতো অপরাধে যুক্ত হয়, তাহলে সেটি শুধু তার নয়, দলের ব্যর্থতাও। নেতারা যদি চাঁদার ভাগ নেন, তাহলে খুন-ধর্ষণের দায় থেকেও তারা মুক্ত থাকতে পারেন না।”
এই বক্তব্যে বিএনপির প্রতি কড়া বার্তা দিয়েছে, যেন রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধের আশ্রয় নেওয়া কেউ পার না পায়।