নির্বাচন ব্যাহত হলে দেশ আরও ভঙ্গুর হবে: সাইফুল হক


নির্বাচন ব্যাহত হলে দেশ আরও ভঙ্গুর হবে: সাইফুল হক

জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশের বর্তমান ভঙ্গুর পরিস্থিতি আরও জটিল ও অস্থিতিশীল হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার সকালে রাজধানীর পল্টন মোড়ে দলটির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও পদযাত্রায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন যদি ব্যাহত হয় তবে দেশের ভঙ্গুর অবস্থা আরও খারাপ হবে। সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে রূপ নেবে।”

তিনি রাজনৈতিক মতবিরোধ রাজপথে নামিয়ে না আনার আহ্বান জানান এবং দলীয় স্বার্থে সংস্কার উদ্যোগকে বাধাগ্রস্ত না করার ব্যাপারে সতর্ক করেন।

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, “পিআর কার্যকর না হলে নির্বাচন হতে দেব না, এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি।”

বিচার ব্যবস্থার সংস্কার বিষয়ে জনগণের প্রত্যাশার কথাও তুলে ধরেন সাইফুল হক। তিনি বলেন, “আগামী নির্বাচনের আগে মানুষ অন্তত বিচার ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কয়েকজন শুধু বড় বড় কথা বলছেন। বাস্তবে কোনো অগ্রগতি নেই।”

জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও হতাশা প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত এই বিষয়টি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×