বাংলাদেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট বোঝে: মির্জা ফখরুল
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:০৫ পিএম, ২২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অধিকার নিয়ে বিতর্কের মধ্যেই ভোটব্যবস্থা সম্পর্কে স্পষ্ট বার্তা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ শুরু থেকেই ব্যক্তিভিত্তিক ভোট প্রদান বিধানকে স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে এসেছে।
শনিবার ২২ নভেম্বর দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি ভোটে দাঁড়াবে তার মার্কা থাকবে, তার মার্কায় আমি ভোট দিবো তাইতো। এটাই আমরা সব সময় সেই আজকাল থেকে দেখে আসছি।’
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি নিয়ে বর্তমান আলোচনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এ ধরনের ভোটব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নেই। তার ভাষায়, ‘পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের “হ্যাঁ” বা “না” এখন পর্যন্ত মানুষ বুঝতেই পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।’
এ সময় তিনি আগের সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে একটি দমনমূলক সরকার দেশে ক্ষমতায় ছিল এবং নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। বক্তব্যে তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এসেছে।